ইন্টারন্যাশনাল কারাতে ডু চ্যাম্পিয়নশীপে খেলবেন বান্দরবান জেলা পরিষদ কারাতে টীম

NewsDetails_01

ভারতের কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ইন্টারন্যাশনাল কারাতে ডু চ্যাম্পিয়নশীপ-২০২৩ । টান টান উত্তেজনাকর কারতের এ খেলায় অংশ নিবে বিশ্বের ৫ হাজারেরও অধিক কারাতেকা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার সমবায় মন্ত্রী শ্রী অরুপ রায়। আগামী ২৮-৩০ জুলাই কারাতেকাদের পদচারণায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থাকবে কানায় কানায় পরিপূর্ণ।

NewsDetails_03

আর আন্তর্জাতিক এ খেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বান্দরবান জেলা পরিষদ টিম নামে অংশ নিচ্ছে ৩ কারাতেকা।

কারাতের বিভিন্ন ইভেন্টে গোল্ড মেডালিস্ট জয়ী বান্দরবানের সন্তান শৈনাই মারমা, মেসাইং ওয়ং মারমা এবং বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের রানার্স আপ মো. আব্দুল্লাহ আল নোমানদের দেখা যাবে আন্তর্জাতিক এ খেলায়। আর তাদের সাথে টিম ম্যানেজার হিসেবে থাকছেন উক্যহ্লা।

আরও পড়ুন