ইসকন নিষিদ্ধের দাবিতে নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ মিছিল

সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-কে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজ-মাদরাসা শিক্ষার্থীরা ।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম, এ কালাম সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা মিছিল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষণিক পূনরায় ক্যাম্পাসে মিলিত হয়। এসময় তারা ক্যাম্পাসের সামনের নাইক্ষ্যংছড়ি-চাকঢালা প্রধান সড়কে কিছু সময় অবস্থান করে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে।

এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ১, ২, ৩, ৪ ইসকন তুই বাংলা ছাড়, ভারতীয় দালালরা-হুঁশিয়ার সাবধান, উগ্রবাদী হিন্দু হুঁশিয়ার সাবধান,

NewsDetails_03

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বলেন, ‘উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাংলাদেশে এ সংগঠন কোনো বাধা ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইসকনের এক নেতাকে গ্রেপ্তারের পর থেকে তারা দেশে অরাজকতা শুরু করেছে। মঙ্গলবার চট্টগ্রামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তার জন্য এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। না হলে এরা দেশের হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে।

উল্লেখ,এ বিক্ষোভ মিছিলে কলেজ-মাদরাসার সাবেক শিক্ষার্থী, আবাসিক, অনাবাসিক ও জনতা প্রায় দুই, তিন শতাধিক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন