ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ

বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বান্দরবানের বিভিন্ন মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে এবং পরে সকলে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়ে সমাবেশ করে।

NewsDetails_03

এসময় বক্তারা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান। এসময় বক্তারা সরকারের কাছে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজার শাহী জামে মসজিদের ইমাম মাওলানা এহসানুল হক আল মঈন সহ বান্দরবানের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম, ছাত্রজনতা ও মুসল্লিরা।

আরও পড়ুন