ইসলাম মানবতার শিক্ষা দেয় : পীর সাহেব বায়তুশ শরফ

purabi burmese market

ইসলাম ধর্ম মানবতার শিক্ষা দেয়। কোরআন ও হাদিসের প্রকৃত শিক্ষায় সমাজ ও জাতিকে মুক্তির পথ দেখাবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বায়তুশ শরফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাই নদভী।

গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স আয়োজিত ইছালে ছাওয়াব মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ইসলাম কল্যাণের ধর্ম দাবি করে মৌলিক বিষয় পালনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপারিনটেনডেন্ট আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আবু ওসমানের সভাপতিত্বে মাহফিলে কেন্দ্রীয় ও জেলার আলেম, সুশীল সমাজ ও ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বিশ্ব উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।