বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শনিবার সকালে রাঙামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শুরুতে কমিউনিষ্ট অন্যতম নেতা বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো ও বিপ্লবী কানু ঘোষের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সম্পাদকমন্ডলীর সদস্য কালায়ন চাকমাকে সাংগঠনিক সম্পাদক,সুবল বিশ্বাসকে সাংস্কৃতিক সম্পাদক,নাজমুল হক হৃদয়কে প্রচার প্রকাশনা সম্পাদক ও শ্রাবন্তী বড়ুয়াকে দপ্তর সম্পাদক এর পদ বন্টন করা হয়। এরপরে আগামী ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্টিতব্য ২০ তম জাতীয় সম্মেলনে অংশগ্রহনের সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংসদের সহ-সভাপতি রনজিৎ পাটোয়ারী বাসু,আশীষ দাশগুপ্ত, সাগর পাল, আশীষ বড়ুয়া এইচ এম কামরুদ্দিন,নাজমুল হক হৃদয়,ফাল্গুনী মজুমদার,বাবলু দাশ প্রমুখ।