উন্নত চিকিৎসার জন্য লক্ষী পদ দাশকে পাঠানো হলো চট্টগ্রামে

NewsDetails_01

করোনা আক্রান্ত বান্দরবান জেলা পরিষদ সদস্য, জেলা আওয়ামীগ নেতা লক্ষী পদ দাসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আজ সোমবার (২২জুন) সকালে একটি এ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, গত ১৭ জুন স্বপরিবারে করোনা আক্রান্ত হন জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস। এরপর তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে তার ডায়াবেটিস বেড়ে যাওয়ায় এবং ফুসফুসে কফ জমে যাওয়ায় সোমবার সকালে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

NewsDetails_03

পারিবারিক সুত্র জানায়, উনি স্টেবল আছে কিন্তু ওনার উচ্চ ডায়াবেটিস রয়েছে এবং ফুসফুসে কফ জমে আছে ওনার যে কোন সময় আইসিইউ সাপোর্ট দরকার হতে পারে, বান্দরবানে আইসিইউ নেই, তাই সতর্কতার জন্য ওনাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

বান্দরবান করোনা ইউনিটের প্রধান ডা.প্রত্যুষ পল বলেন, লক্ষী পদ দাশের আগে থেকে কিছু সমস্যা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাই ওনাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুন স্ত্রী কন্যাসহ করোনা আক্রান্ত হন লক্ষী পদ দাশ এর পর পরিবারের আরো ১৬ জন সদস্য করোনা পজেটিভ শনাক্ত হয়।

আরও পড়ুন