উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বান্দরবানে র‌্যালী

“স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান উদ্ধোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এদিকে উদ্ধোধনী শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার জেরিন আখতার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এসময় আলোচনা সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।