উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করার আহবান জানিয়ে খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী পূর্নবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি বলেছেন, একমাত্র শেখ হাসিনা সরকারের দ্বারাই দেশে উন্নয়ন সম্ভব। তাই আগামীতেও ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। সকালে খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০১৬-১৭ অর্থবছরের এডিপি, টিআর/কাবিখা প্রকল্পের আওতায় বিভিন্ন ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান ও হতদরিদ্রদের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন ও আসবাবপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জানপ্রতিনিধি, রাজনীতিবিদ,সাংবাদিক, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।