উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন : উথিনসিন মারমা

NewsDetails_01

বাঙ্গালহালিয়াতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা
রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা বলেছেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের সকল সম্প্রদায়ের মানুষ স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। যা অতীতে কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি। তাই জননেত্রী শেখ হাসিনার স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার।
আজ রবিবার দুপুরে রাজস্থলীর বাঙ্গালহালিয়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উদ্যাপন ২০১৮ উপলক্ষে মহতি ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়ন চৌধুরীর সঞ্চালনায় মন্দির কমিটির সভাপতি হারাধন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরহিত করেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন অধ্যক্ষ শ্রী শ্রী স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, প্রভাষক রনজিত কুমার রায়, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, সাংবাদিক হারাধন কর্মকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অপু কুমার দেব। আলোচনা সভার পূর্বে সকাল থেকে গীতাযজ্ঞ এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুন