স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাপ্তাই এর সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরীর সভাপতিত্বে স্কুল মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর।
এসময় দীপংকর তালুকদার আরো বলেন, কিছু অবৈধ অস্ত্রধারী এই পার্বত্য চট্রগ্রামকে অস্থিতিশীল করতে চায়, তাই এই অবৈধ অস্ত্র উদ্ধার না হলে পার্বত্য চট্রগ্রামে আগামী সংসদ নির্বাচনে এর বিরুপ প্রভাব পড়বে।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিৎমরম উচ্চ বিদালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মার্মা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, রাজনৈতিক দলের নেতা কর্মী, শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।