আজ রবিবার দুপুরে ২০১৭ ও ২০১৮ ইং বছর চক্রের ভিজিডি কর্মসূচীর উপকারভোগী দু:স্থ মহিলা ও সচেতন জনগণের ব্যানারে দু:স্থ মহিলাদের সঞ্চয়ী টাকা ও উন্নয়ন প্রকল্পের টাকা, উন্নয়ন বরাদ্দের খাদ্য শস্য আত্মসাতের কারনে এ মানববন্ধন করে। মানববন্ধনে ২নং তারাছা ইউনিয়নের ২শতাধিক পুরুষ ও মহিলারা অংশ নেয়।
এসময় তারা বলেন, উক্ত চেয়ারম্যান সোলার বিতরনের সময় মেম্বারের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীদের কারোর কাছ থেকে ১হাজার থেকে ২হাজার করে টাকা নিয়েছেন। এছাড়া ২বছর মেয়াদী ভিজিডির জন্য ১৫শ থেকে ৩হাজার টাকা নিয়েছে। বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করে চলেছেন বলেও তারা বলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন তারা।