উপাচা‌র্যের ইমাম‌তি‌তে রা‌বিপ্রবি‌তে প্রথমবারের মতো জামায়াতে নামাজ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য জামায়াতে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা করা হয়।

আজ রোববার (২ মার্চ) প্রথম রমজানে জোহরের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। নামাজ শেষে বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

NewsDetails_03

বিশ্ববিদ্যালয়ে নামাজের সুযোগ পেয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। উপাচার্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলে‌ছেন, এটি বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। অন্যদিকে, একজন প্রশাসনিক প্রধানের এ ধরনের ভূমিকা পালন প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, রাবিপ্রবি প্রতিষ্ঠার পর থেকে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজের নির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। বর্তমান উপাচার্যের উদ্যোগে এবারই প্রথম জামায়াতের মাধ্যমে নামাজ আদায়ের ব্যবস্থা করা হলো।

আরও পড়ুন