উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে : দীপংকর তালুকদার
রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙামাটি সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার।
আজ রোববার বেলা ১১ টা ১০ মিনিটে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। তিনি রাঙামাটিবাসীকে ধন্যবাদ জানান এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
![NewsDetails_03](https://paharbarta.com/wp-content/uploads/ad-space-news-details.png)
জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দশ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন। দ্বাদশ জাতীয় নির্বাচনে এবার ভোটকেন্দ্র সংখ্যা ২১৩টি; যারমধ্যে দুর্গম এলাকার ১৮টি হেলিসর্টি কেন্দ্র।
নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের দীপংকর তালুকদার (নৌকা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে (ছড়ি) ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান (সোনালি আঁশ) মার্কা নিয়ে প্রতিদন্দ্বিতা করছেন।