ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্নহত্যা

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়াতে গলায় রসি পেচিঁয়ে থুইমং মারমা নামে এক ব্যক্তির আত্নহত্যা করেছেন। তাঁর বয়স ৪৫ বছর। তিনি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহাজন পাড়া বাসিন্দা হলেও বর্তমানে বাঙালহালিয়া ইউনিয়ন এর ধুলিয়া পাড়া বসবাস করে আসছেন।

বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, থুইমং মারমা কে আজ (১৪ ডিসেম্বর,২০২৩) সকাল আনুমানিক ৯.০০ ঘটিকার সময় হঠাৎ বসতঘরের বিমের সাথে গলায় রসি প্যাচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্ত্রী। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে থুইমং কে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

NewsDetails_03

তার স্ত্রী জানান, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ এনেছিলেন তার স্বামী। আমার ধারণা এ ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনছারুল করিম বলেন, পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন