এই প্রথম থানচিতে জামায়াতে ইসলামীর নতুন কমিটি
স্বাধীনতার ৫৪ বছর পর বান্দরবানের থানচি উপজেলায় প্রথমবারের মতো ২ জন উপদেষ্টাসহ ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জামায়াত ইসলামীর কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থানচি উপজেলা শাখায় প্রথম সভাপতি থানচি বাজারের তাজিংডং হোটেলের মালিক মো: আসলাম, থানচি রিড সেন্টারের ব্যবসায়ী মো: হারুনুর রশিদ টিপু সাধারণ সম্পাদক, সহ সভাপতি মো: নেয়াজুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বায়তুল মালঃ মোঃ রিদওয়ান, অফিস ও প্রচার: সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম। প্রধান উপদেষ্টা হিসাবে থানচি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক সভাপতি মোঃ নুরুল কবির মেম্বারসহ ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলার আমির এস এম আব্দুচ ছালাম আযাদ।

সম্প্রতি বুধবার ১৮ ডিসেম্বর থানচি রিড সেন্টারের তংমাহাং রেস্টুরেন্টের প্রথমবারের মতো কমিটি গঠনের লক্ষ্যে ছোট পরিষরে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমির এস এম আব্দুচ ছালাম আযাদ।
জেলার থানচি উপজেলায় এই প্রথম জামায়াতে ইসলামী সংগঠনটি আত্নপ্রকাশ করে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে অন্তর্বর্তী সরকারের ৫ মাসের মাথায় এ সংগঠনটি আত্নপ্রকাশ করে। এ সময় জেলা জামায়াতে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ন সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বান্দরবান জেলা ছাত্র শিবিরে সভাপতি মোঃ কলিমুল্লাহ উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমূখ উপস্থিতছিলেন। সভায় উপজেলা বিএনপির নেতা কর্মীসহ অর্ধশতাধিক জামায়াতে নেতা কর্মী শুভাকাঙ্খিরা অংশ গ্রহন করেন।