এই সরকারের আমলেই পাহাড়ে শান্তি-সমৃদ্ধির ভিত্তি সবল হয়েছে :এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

NewsDetails_01

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, এই সরকারের আমলেই পাহাড়ে শান্তি-সমৃদ্ধির ভিত্তি সবল হয়েছে। মানুষে মানুষে দূরত্ব ঘোচানোর পাশাপাশি সব শ্রেণী-পেশার মানুষের জীবনমান উন্নতি হয়েছে। একই দেশের স্বাধীন নাগরিক হিশেবে ঐতিহাসিক ‘শান্তিচুক্তি’ এখানকার পাহাড়ি-বাঙালি সংঘাতের পথকে বন্ধ করেছে। এই জন্যই আগামী নির্বাচনেও মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’-কে জয়ী করতে হবে।
শনিবার সন্ধ্যায় জেলাশহরের খাগড়াপুরস্থ সংসদ সদস্যের নিজ বাসভবনে নেতাকর্মীরা দেখা করতে আসলে তিনি এসব কথা বলেন।
জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মো: জাফর আহম্মদ, সাবেক পৌর মেয়র মংক্যচিং চৌধুরী, জেলা আইনজীবি সমিতির এড. আশুতোষ চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম এবং মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক নীলোৎপল খীসা।

আরও পড়ুন