একুশে ও রোকেয়া পদকপ্রাপ্ত দম্পতিকে বসতবাড়ি দিল মহালছড়ি জোন

NewsDetails_01

সাহিত্য, সংস্কৃতি ও নারী জাগরণের বিশেষ অবদানের জন্য একুশে ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত দম্পতির পাশে দাড়িঁয়েছে মহালছড়ি জোন। মহালছড়ি জোনের মৃত্যুঞ্জয়ী পচিঁশের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাহাড়ের সাংবাদিক ও লেখিকা দম্পতি শোভা রাণী ত্রিপুরা এবং মংছেনচিংকে বসতবাড়ি উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মহালছড়ি উপজেলার ডা: মানিকটিলা এলাকায় নবনির্মিত বাড়ির উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এসময় মহালছড়ি জোনের অধিনায়ক লে: কর্ণেল মোশতাক আহমদ, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা অন্যান্যের উপস্থিত ছিলেন।
শোভা রাণী ত্রিপুরা ও তার স্বামী মংছেনচিং রাখাইন সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জরার্জীণ বাড়িটিকে বাসযোগ্য করে দেওয়ায় আমার পরিবার মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞ।
মংছেনচিং রাখাইন ২০১৬ সালে একুশে পদক এবং ২০১৭ সালে শোভা রাণী ত্রিপুরা বেগম রোকেয়া পদকে ভূষিত হন।

আরও পড়ুন