এক সময়ের অবহেলিত বান্দরবান এখন বিশ্ববাসীর কাছেও সুপরিচিত : বীর বাহাদুর

সরকারের একের পর এক উন্নয়নের কারণে এক সময়ের অবহেলিত জেলা বান্দরবান এখন বিশ্ববাসীর কাছেও সুপরিচিত বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ ২৩ জুলাই (শনিবার) সকালে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৭ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বাস টার্মিনাল ও রুমা বাস টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করার পর এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, বান্দরবানের বাস স্টেশনকে আগের চেয়ে আরো আধুনিক করা হবে। এর ফলে এ জেলাটি পর্যটকদের কাছে আগের চেয়ে আর্কষনীয় হবে এবং বান্দরবান আগের চেয়ে আরো উন্নত হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শেখ ছাদেক, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রেজা সরোয়ার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।