দেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের (উ চ হ্লা ভান্তে) চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে এখনো লাইফ সাপোর্টে আছেন বান্দরবান পরিবার পরিকল্পণা বিভাগের উপ-পরিচালক অংচালু এই তথ্য জানান । আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় পাহাড়বার্তাকে এই তথ্য নিশ্চিত করেন তিনি ।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পাহাড়বার্তা থেকে বান্দরবান পরিবার পরিকল্পণা বিভাগের উপ-পরিচালক অংচালু এর সাথে ২য় দফায় ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আগামী কাল (শনিবার) পর্যন্ত পর্যবেক্ষন করে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসবো।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে আজ শুক্রবার সকালে বান্দরবান শহরের বুদ্ধ ধাতু জাদি এবং রাম জাদির প্রতিষ্ঠাতা শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের (উ চ হ্লা ভান্তে) হ্রদরোগে আক্রান্ত হওয়ায় ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।