প্রতিমন্ত্রী আরো বলেন, ব্রিটিশ সরকার দুই শত বছর, পাকিস্তান সরকার ২৩ বছর , বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী ৪৬ বছর এর মধ্যে ২৩ বছরেও তো এত উন্নয়ন হয়নি । যা এই কয়েক বছরে করেছি । এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ।
বীর বাহাদুর বলেন, এই সাত আট বছরে সরকার পাহাড়ে আবাসিক স্কুল, কলেজ , ব্রীজ, রাস্তাঘাট করে দিচ্ছে । অতীতের সরকার পাহাড়ের এত উন্নয়ন তো কখনি করেনি ।
এ সময় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় সদর উপজেলার ৫টি ইউনিয়নের (রাজবিলা, কুহালং, টংকাবতী, সুয়ালক ও সদর ইউনিয়ন) ৩৫১টি সোলার প্যানেল বিরতরণ করা হয় । শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিক পরিবারের মাঝে এসব সোলার প্যানেল বিতরণ করা হয় ।