এনআইডি ইসির অধীনে রাখার দাবিতে নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন

ইসির অধীনে এনআইডি রাখার দাবিতে সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচনে কার্যালয়ের সামনের সড়কের পাশে দুই ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সালাউদ্দিন আল আজাদ,ডাটা এন্ট্রি অপারেটর সজীব বড়ুয়া,স্ক্যানিং অপারেটর খন্দকার মু. ইমরান হুসাইন ও ডাটা এন্ট্রি অপারেটর মুহাম্মদ ফয়সাল হায়দার প্রমূখ।

NewsDetails_03

এসময়, মানববন্ধনে ‘এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়,”দাবি মোদের একটাই ইসির অধীনে এনআইডি চাই,’ ‘ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়,’ ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা জানান, কর্মসূচী পালনকালে এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।

আগামী ১৮ মার্চের মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডিকে নির্বাচন কমিশনের কাছে নাস্ত করতে দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী বুধবার সারাদেশে কর্মবিরতি পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

ডাটা এন্ট্রি অপারেটর সজীব বড়ুয়া বলেন, আমরা ১১টা থেকে অবস্থান কর্মসূচি করছি এবং সবাই তা পালন করছে। ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।

আরও পড়ুন