এবার আইজিপি সম্মাননা স্মারক পেলেন ক্যশৈহ্লা

এবার ট্যুরিস্ট পুলিশের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ আইজিপি ‘সম্মাননা স্মারক’ পেলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার (৬ অক্টোবর) সকালে ঢাকাস্থ পুলিশ হেড কোয়ার্টারে আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে সম্মাননার স্বারক প্রদান করেন। এসময় পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক জেলা ট্যুরিস্ট পুলিশের অফিসের জন্য মেঘলা এলাকায় ৩ তলা পাকা ভবন নির্মাণ করে হস্তান্তর ও বিভিন্ন সময় পর্যটকদের সেবা প্রদানে ট্যুরিস্ট পুলিশকে সহযোগীতা করে আসছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। যার ফলে পর্যটকদের যথাযথ সেবা প্রদান করতে পারছে জেলা ট্যুরিস্ট পুলিশ।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রিড়া পরিষদ সম্মাননা প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।