এবার টিসিবির পণ্য বিক্রি কাপ্তাই ইউনিয়নে

NewsDetails_01

এবার খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই ইউনিয়নের পাশে রিভার ভিউ পার্ক এলাকায় টিসিবি’র মাধ্যমে ন্যায্যমুল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

NewsDetails_03

এসময় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন রাজধন,তজমুল আলী, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নু্রু উদ্দিন সুমন ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতির মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্য বিধী মেনে ক্রেতা সাধারণকে লাইনে দাঁড়িয়ে এইসব পণ্য কিনতে দেখা যায়।

টিসিবির কাপ্তাই উপজেলার ডিলার বির্দশন বড়ুয়া জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সার্বিক দিক নির্দেশনায় সরকার নির্ধারিত মূল্য সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা ডাল প্রতি কেজি ৫৫ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, ছোলা প্রতিকেজি ৫৫ টাকা এবং খেজুর প্রতি কেজি ৮০ টা দরে বিক্রয় করা হচ্ছে।

আরও পড়ুন