তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান ও খাগড়াছড়িতে করোনা রোগীর সন্ধান পাওয়া গেলেও এবার প্রথমবারের মতো রাঙামাটি পার্বত্য জেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) ৪ জন আক্রান্ত হয়েছে।
আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার কবীর এ তথ্য নিশ্চিত করেন।
দেশের সর্বশেষ জেলা হিসাবেও করোনার তালিকায় যুক্ত হলো রাঙামাটি। এর ফলে করোনা আক্রান্ত রোগী পাওয়ার খবরে জেলার সর্বত্রই আতংক ছড়িয়ে পড়েছে।
রাঙামাটিতে প্রথমবারের মতো চারজনের শরীরে করেনা ভাইরাস শনাক্তের বিষয়টি পাহাড়বার্তাকে নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা জেলা শহরের রিজার্ভ বাজার, দেবাশীষ নগর, মোল্লা পাড়া ও হাসপাতাল এলাকার বাসিন্দা। উক্ত এলাকায় করোনা রোগী সনাক্ত হওয়ার পর এসব এলাকা লকডাউন করেছে প্রশাসন।