এসএসসি পরীক্ষার একদিন আগে প্রাণ গেল টিটন চাকমার
আজ রবিবার এসএসসি পরীক্ষা, ছিলো পরীক্ষার্থী। একদিন আগেই অকালে পর পাড়ে পাড়ি জমালেন টিটন চাকমা। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এই পরীক্ষার্থীর। গত শনিবার দুপুর আনুমানিক ২ ঘটিকায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে মেজর পাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী টিটন চাকমা(১৭)বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। সে বেতছড়ি মেজর পাড়ার বাসিন্দা সময় বিকাশ চাকমার ছেলে টিটন চাকমা।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছিল। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়। রাত বেশি হওয়াতে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সকালে লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে লাশ থানার হেফাজতে আছে।
নিহত টিটন চাকমা এবারের নতুন এসএসসি পরীক্ষার্থী। সে মহালছড়ি আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন স্কুল এন্ড কলেজের ছাত্র।