এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রোববার

সরকার আগামী রোববার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করতে পারে।

শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন কর্তৃপক্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

NewsDetails_03

এর আগে, করোনা মহামারির কারণে প্রায় ৪ মাস পিছিয়েছিল এসএসসি পরীক্ষা। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, শিক্ষামন্ত্রী রোববার এবারের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করার জোরালো সম্ভাবনা রয়েছে।

‘তিনি এসএসসি ও সমমানের পরীক্ষার সঙ্গে সম্পর্কিত সব বিষয় তদারকি করছেন’, তপন কুমার সরকার বলেন।

এর আগে ৬ জুলাই দীপু মনি বলেছিলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ও পাঠ্যবই হারানো শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে। বন্যা দুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক দেওয়ার পরই সরকার স্থগিত থাকা এসএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে।

আরও পড়ুন