মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট রাজব চাকমাসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বৃহস্পতিবার রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য ও নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমা দুবৃত্তের গুলিতে নিহত হন