ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বর্ণিল সাজে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বর্ণিল আলোয় আলোকিত করা হয়েছে উপজেলা প্রশাসন ভবন।

বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য অনেক গভীর। আর এই দিনকে সামনে রেখে বর্ণিল আলোক সজ্জায় সেজেছে উপজেলা প্রশাসন ভবন।

NewsDetails_03

আজ সোমবার (৬ মার্চ ২০২২) সন্ধ্যার পর থেকেই দেখা যায় মনমাতানো রং-বেরংয়ের আলোর খেলা। এমন চোখ ধাঁধানো আলোকসজ্জায় মুগ্ধ উপজেলাবাসী। সর্বত্রই এ চাকচিক্য চোখে পরার মতো।

এদিকে আগামীকাল ৭মার্চ দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রিডম স্কোয়ারে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। এছাড়াও শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন