বান্দরবান পার্বত্য জেলায় সফররত সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বান্দরবান জেলা ছাত্রলীগের নেতারা।
শুক্রবার দুপুরে শহরের ভেনাস রিসোর্টে অবস্থানরত সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা ছাত্রলীগ নেতারা। এসময় সড়ক ও সেতুমন্ত্রী জেলা ছাত্রলীগের সাংগঠনিক খোঁজখবর নেয় বলে জানা গেছে। এসময় বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, যুগ্ন সম্পাদক রবিন বাহাদুরসহ অনেকে উপস্থিত ছিলেন।