স্থানীয় সূত্রে জানা গেছে, আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার করা হয় এবং অভিযুক্ত অতনু চক্রবর্তীকে ২হাজার টাকা ও মোহাম্মদ শামীম, মিশন দে ও অভিজিৎ ধরের কাছ থেকে এক হাজার টাকা সর্বমোট পাঁচহাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের অভিভাবকদের ঘটনাস্থলে আসার জন্য খবর দেয় এবং তাদের কাছ থেকে মুচলেকা ও জরিমানা আদায় করে অভিযুক্তদের ম্ুিক্ত দেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:ইয়াছির আরাফাত,বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজ থেকে ইভটিজিং রোধ এবং অপরাধ প্রবণতা কমাতে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:ইয়াছির আরাফাত।