ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষে বান্দরবানে টেবিল টেনিস লীগের উদ্বোধন

NewsDetails_01

বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে এক টেবিল টেনিস লীগ এর উদ্বোধন করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বান্দরবান সদরের পুরাতন রাজবাড়ী’র মাঠ প্রাঙ্গনে লিটল স্টার ক্লাব এর আয়োজনে এই টেবিল টেনিস লীগ এর আয়োজন করা হয়।

NewsDetails_03

এসময় খেলায় পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং অং খুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী।

এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, লিটল স্টার ক্লাবের সভাপতি থুইসিং প্রু লুবু, সহ-সভাপতি নেওয়ান চাক, সাধারণ সম্পাদক ক্য উইন থোয়াই, ওয়াগ্যোয়াই পোয়েঃ টেবিল টেনিস লীগ কমিটির আহবায়ক চাইথোয়াইহ্লা চাক, সদস্য সচিব মং মং প্রু মারমাসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এবারের টেবিল টেনিস প্রতিযোগিতায় একক এবং দ্বৈত খেলায় সর্বমোট অর্ধশতাধিক খেলোয়াড় অংশ গ্রহন করছে, আর আগামী ৭ অক্টোবর এই টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন