বান্দরবানে থানচিতে সরকারের ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের তৎপর উপজেলা প্রশাসন।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় বলিপাড়া বাজারের কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে প্রশাসন কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
লকডাউনের তৃতীয় দিনে স্থানীয়দের মাস্ক পড়া নিশ্চিত, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া,স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, করোনা সংক্রমন প্রতিরোধে ভ্যাকসিন গ্রহনসহ নানান ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।
উপজেলায় লকডাউন কার্যকরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী নেতৃত্ব দেন । এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শামিন শেখ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন । এ সময় বলিপাড়া বাজার পরিচালনা কমিটি সভাপতি বুলবুল পালিত, সাধারণ সম্পাদক নিহার বিন্দু চাকমা, ইউপি সদস্য মোঃ আক্তার হোসেন উপস্থিত ছিলেন ।
বাজার পরিচালনা কমিটি সভাপতি ও ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি বুলবুল পালিত পাহাড় বার্তাকে বলেন, পাহাড়ে যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থা এখনও পরিপূর্ণ হয়নি। সুতরাং করোনা থাবা সংক্রমন হলে পুরো পাহাড়ের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে । কিন্তু থানচি উপজেলা প্রশাসনে করোনা ভাইরাস ঠেকাতে এই উদ্যোগকে আমি পুর্ন সমর্থন করি।