সারাদেশে ন্যায় বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মাঠে থাকার সরকার ঘোষিত লকডাউন তৃতীয় দিনেও শুনশান নিরবতা বিরাজ করছে উপজেলাটিতে।

আজ শনিবার (৩ জুলাই ২০২১) উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে পয়েন্টে পয়েন্টে টহল দিচ্ছে আইন শৃংখলা বাহিনীরা। ফলে বাজারের ব্যবসায়ি প্রতিষ্ঠান বন্ধ, খুব জরুরি প্রয়োজন ছাড়া অন্যদিকে ঘর থেকে বের হচ্ছেনা কেউ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানুষ আগের চেয়ে সচেতন হওয়ায় করোনা সক্রামন প্রতিরোধে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়নি। সদায় করার প্রয়োজনে ঘর থেকে বের হলেও স্বাস্থ্যবিধি মেনে চলছে। লকডাউন চলাকালে আগামী দিনের ও এমন অবস্থা চলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া হাট বাজারে ব্যবসায়িদেরও সরকারি নির্দেশ পালন করে চলেছে।