কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়ন শিপ ২০২৪ অনুষ্ঠিত হবে ঢাকায়
জমকালো আয়োজনে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়ন শিপ ২০২৪ এবার ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এই আয়োজনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে জাতীয় ক্রিড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি’র সাথে সাক্ষাত করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশন (সিকেএফ) এর প্রেসিডেন্ট সন্নি পিল্লে হানছি। বিষয়টি পাহাড়বার্তা’কে নিশ্চিত করেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা।

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি’র সাথে কমনওয়েলথ কারাতে ফেডারেশন (সিকেএফ) এর প্রেসিডেন্ট সন্নি পিল্লে হানছি কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়ন শিপ
এর এই আয়োজন নিয়ে কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, জাতীয় ক্রিড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা ও কারাতে কোচ মোয়াজ্জেম হোসেন সিন্টু প্রমুখ।