কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বান্দরবানে র‌্যালি

পুলিশ ই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমবেত হন।

এসময় র‌্যালীতে ব্যানার,ফেস্টুন,প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সরকারী প্রতিষ্টানের কর্মকর্তা,পুলিশও স্থানীয় জনসাধারণ অংশ নেয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অনুষ্টিত হয় এক আলোচনা সভা।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মাদ ইসলাম বেবী,জেলা সমন্ধয় কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মংক্যচিং চৌধুরীসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,”পুলিশ ই জনতা, জনতাই পুলিশ ”এই স্লোগানকে সামনে রেখে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।পুুলিশ ও জনতা একত্রে মিলে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।