করোনার ভ্যাকসিন নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
পরে বীর বাহাদুর উশৈ সিং বলেন, ভ্যাকসিন নিয়েছি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া এখনও নেই। সুস্থ ও স্বাভাবিক আছি। পর্যায়ক্রমে সকলের এই টিকা নেয়া উচিত বলেন তিনি।
জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, ‘সুরক্ষা অ্যাপে এখন পর্যন্ত নয় হাজার ৫৯৮ জন ভ্যাকসিন নিতে আবেদন করেছেন। এরমধ্যে পাঁচ হাজার ২৫৬ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। জেলায় এ পর্যন্ত চার হাজার ২৬৩ জন পুরুষ ও ৯৯৩ জন নারী করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানান তিনি।