করোনায় আক্রান্ত বান্দরবানের জেলা প্রশাসক

purabi burmese market

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ইয়াসমিন পারভীন তিবরীজি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার (২৮ জানুয়ারি) তার রিপোর্ট পজেটিভ আসে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলা প্রশাসক নমুনা দেওয়ার পর রিপোর্ট এসেছে পজেটিভ তিনি তার বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, করোনা নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসলেও আমি মোটামুটি ভালো আছি, তবে কাশি আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৭ থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে নতুন করে আরো ৫৭জন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরো বলেন, জেলায় এই পর্যন্ত ২হাজার ৮শত ২৬জন করোনা আক্রান্ত হলে ও চিকিৎসা শেষে ২হাজার ৩শত ৬৮জন সুস্থ হয়ে ওঠেছে।

সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা আরো জানান, করোনার এই সময়টা আমাদের আরো সর্তক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।