করোনায় আক্রান্ত বেশি লামায়

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ১০ । জেলার অন্যান্য উপজেলার চেয়ে এই জেলায় সংক্রমণের সংখ্যা বেশি ।

রবিবার (৩১ মে) জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনার আপডেট তথ্যে এই বিষয়টি জানা যায় ।

NewsDetails_03

মোট সংক্রমিত রোগীর সংখ্যায় বান্দরবান সদর ৭ জন, রোয়াংছড়ি ১ জন ও আলীকদম উপজেলায় ১ জন, রুমায় ২ জন, থানচিতে ৪ জন, নাইক্ষ্যংছড়িতে ৬ জন এবং লামায় ১০ জন করোনায় আক্রান্ত হন । চিকিৎসা শেষে এদের মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ ৩১ মে পর্যন্ত বান্দরবান জেলায় সর্বমোট রোগীর সংখ্যা ৩১ জন।

জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান, আইসোলেশনে সর্বমোট রোগীর সংখ্যা ১৪ জন হলেও এর মধ্যে ৯ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন । বান্দরবানের ২টি শিশুও করোনায় আক্রান্ত আছে ।

আরও পড়ুন