করোনায় বাংলাদেশে একজনের মৃত‌্যু: আইইডিসিআর

NewsDetails_01

করোনায় বাংলাদেশে একজনের মৃত‌্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে, তার বয়স ৭০ এর বেশি। তিনি বিদেশে যাননি। অন্য কারও কাছ থেকে তিনি সংক্রামিত হয়েছেন। করোনায় আক্রান্তের সংখ্যা আরো ৪ জন বেড়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৪ জনে।

NewsDetails_03

এদিকে সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন ‘কমিউনিটি ট্রান্সমিশন’ পর্যায়ে রয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান সেব্রিনা ফ্লোরা। এখন পর্যন্ত সবই পারিবারিক সংক্রমণ ঘটেছে বলেও নিশ্চিত করেন তিনি।

কোয়ারেন্টাইনে রাখা গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে থাকতো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

আরও পড়ুন