করোনায় বান্দরবানে ঘরোয়াভাবে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

NewsDetails_01

করোনার কারণে বান্দরবানে ঘরোয়াভাবে পালিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের উৎসব বুদ্ধ পূর্ণিমা। তবে আজ বুধবার (৬মে) সকাল থেকে জাকজমক কোন আয়োজন দেখা যায়নি বিহারগুলোতে ।

NewsDetails_03

এবারে বান্দরবানে বিহারগুলোতে বিশেষ প্রার্থনা, ছোওয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনে কোন ভীড় দেখা যায়নি । ঘরোয়াভাবেই প্রার্থনার মধ্য দিয়েই এ দিনটি উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ। প্রতিবছরে এই বিশেষ দিনে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভীড় দেখা যেত বিহারগুলোতে।

বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার জম্ম বোধিলাভ ও প্রয়াণ বৈশাখি পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে।

আরও পড়ুন