করোনায় রুমা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমানের মৃত্যু

NewsDetails_01

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান মারা গেছেন। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক ছিলেন।

আজ সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য ওই পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

NewsDetails_03

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের অপর এক পরিচালক বলেন, জ্বর নিয়ে গত এক সপ্তাহ ধরে ওই পরিচালক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষায় তার করোনা ভাইরাস ধরা পড়ে।

মারা যাওয়া ওই পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৬ সাল থেকে প্রেষণে দুদক পরিচালক হিসেবে যোগ দেন। তার স্ত্রী ও সন্তান এখন কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন বলে জানা গেছে।

দিকে, ২৪-২৫ মার্চ অফিস করার সময় জালাল সাইফুরের সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন