দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে যে সকল চিকিৎসকরা শর্ত দিয়ে যারা কাজে আসতে চান তাদের সেবার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল ১০টায়, দেশে করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, এই কাজে নিয়োজিত কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে বীমার টাকার পাঁচগুন পরিমাণ টাকা নিহতের পরিবারকে দেবে সরকার। করোনা আক্রান্ত রোগীকে কেউ চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে যেসব ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় হাসপাতালে চিকিৎসা না পেয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে ক্ষোভ জানান তিনি। নিম্নআয়ের মানুষের জন্য সাহায্যের অনুদানের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য রেশন কার্ড তৈরি করার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, জেলা প্রশাসক, জনপ্রতিনিধি, এমপি, মেয়র ও ওয়ার্ড কমিশনারসহ প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক কমিটি তৈরি করে এই তালিকা তৈরি করতে হবে।