শনিবার মধ্যরাতে একসাথে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় রাঙামাটি জেলায় সেঞ্চুরী পেরিয়ে আক্রান্তের সংখ্যা এখন ১০৪ এ। গত শনিবার মধ্যরাতের আগে পর্যন্ত এ সংখ্যা ছিল ৯০ জনে। নতুন করে শনাক্ত হওয়া ১৪ জনই রাঙামাটি সদরের বাসিন্দা।
আজ রবিবার (১৪ জুন) সকালে ১৪ জন সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মোস্তফা কামাল।

তিনি জানান, শনিবার সকালে বিআইটিআইডি থেকে ৫৭টি রিপোর্ট আসে। যার মধ্যে ১৪টি রিপোর্ট পজেটিভ আসে। তারা সবাই রাঙামাটি সদরের বাসিন্দা। এরমধ্যে কিছু পুলিশ সদস্য রয়েছে বলে জানান তিনি।
এদিকে, জেলায় ৫০ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে । জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। গত ৬ মে রাঙামাটিতে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়।