করোনা আক্রান্ত বান্দরবানের মহিলা আ.লীগের নেত্রী এমেচিংকে নেওয়া হলো চট্টগ্রামে
বান্দরবান জেলার মহিলা আওয়ামী লীগের নেত্রী এমেচিংকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা । আজ বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন তিনি ।
তিনি জানান, গতকাল রাতেই ওনার শ্বাসকষ্ট তীব্রতর হয়। পরে অক্সিজেনের স্বল্পতাও দেখা দেয় । অবস্থার অবনতি হওয়ায় রাতেই ওনাকে রেফার করা হয়েছে। পরে চট্টগ্রাম হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের বাসায় গিয়েছিলেন এমেচিং। মন্ত্রী আক্রান্ত হওয়ার দুই দিন পরে তার করোনার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।