করোনা উপসর্গ নিয়ে বান্দরবানে ব্যবসায়ির মৃত্যু
বান্দরবান শহরে করোনা উপসর্গ নিয়ে আবু তাহের নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের বাজার এলাকার পৌর শপিং কমপ্লেক্সের পাশের হিল সিটি ও হিরো বোডিং এর মালিক তাহের দীর্ঘদিন ধরে ডায়বেটিকস ও পেসার রোগে ভূগছিলেন। কিছুদিন ধরে ব্যবসায়ীর জ্বর, শ্বাস কষ্টসহ বিভিন্ন ধরণের করোনা উপসর্গও দেখা দেয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে প্রয়াত আবু তাহেরের সন্তান মনির আহম্মেদসহ অনেকে বলেন,আবু তাহেরের কোন করোনা উপসর্গ ছিলোনা, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ারও কোন অবকাশ নেই।
বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে। নতুন পাঁচজন’সহ জেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জন। ১৫০৮টি নমুনা টেস্টে ৫৮৪টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।