করোনার উপসর্গ নিয়ে রাঙামাটি শহরের ভেদভেদীতে ৬৫ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। আজ শনিবার (৬ জুন) বিকেলে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্ট ছিল। মৃত্যুর পর তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এর আগেও ওই বৃদ্ধার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার রিপোর্ট এখনো আসেনি।
এদিকে, রাঙামাটি জেলায় শনিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৭০ জন, যার মধ্যে সুস্থ হয়েছে ৩২ জন। আইসোলেশনে রয়েছে ৮ জন।