করোনা ভাইরাসে কাপ্তাইয়ে আরোও এক নারীর মৃত্যু

purabi burmese market

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা নিতু আক্তারের(৫১) মৃত্যু হয়েছে। ঐ ওয়ার্ডের ইউপি সদস্য সমলেন্দু বিকাশ দাশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার পর চট্টগ্রাম সাউদান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিতু আক্তারের মৃত্যু হয়। তাঁর স্বামী হানিফ তালুকদার কাপ্তাই পিডিবির কর্মচারী।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান,গত ২ আগস্ট কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টে তাঁর করোনা পজিটিভ আসে। একই দিন তাঁকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ আগস্ট কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তাঁকে চট্টগ্রামের সাউদান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তাঁর পরিবারের সদস্যরা ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৫ টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত ঐ নারীর মরদেহ চট্টগ্রাম হতে তাঁর নিজ বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রসঙ্গত করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়া অধিবাসী বেবী আক্তারের মৃত্যু হয়। এনিয়ে কাপ্তাইয়ে করোনায় মৃত্যু হলো ৫ জনের।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।