করোনা মোকাবেলায় কাপ্তাইয়ে নৌবাহিনীর মানবিক সহায়তা
করোনা মোকাবেলায় রাঙামাটি জেলার কাপ্তাই এর বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী সদস্যরা।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) কাপ্তাই ইউনিয়ন এবং রাঙ্গামাটি সদর উপজেলার গভঘোনা, বাঙ্গালি পাড়া, ধানপাতা, বনিকটিলা, চেয়ারম্যান পাড়া, হেডম্যান পাড়া এলাকায় নিম্ন আয়ের ৫০০ টি পরিবারের মাঝে নৌবাহিনী বানৌজা শহীদ মোয়াজ্জেম এর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয় ।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও ডাঙ্গাচর গরিব অসহায় দিনমজুর, কর্মহীন ১০০ পরিবারের মাঝে কমডোর সোয়াডস কমান্ড কর্তৃক চাল, ডাল, ছোলা, চিনি, আলু, লবণ, পেঁয়াজ, মুড়ি, তৈল, রসুন, আদা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া বিতরণ করা হয়।
উল্লেখ্য যে,করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় নৌ বাহিনী হতে।