চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ রুপ নিয়েছে। ফলে সতর্কতা হিসেবে বান্দরবানের লামা উপজেলায় আইসোলেশন কর্নার প্রস্তুত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
শনিবার দুপুর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ কর্নার চালু করা হয়। এখন থেকে কেউ আক্রান্ত হলে এ কর্নারে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানান, এখন পর্যন্ত উপজেলাতে চীনের ভয়াবহ করোনা ভাইরাস রোগী বা এ রোগের লক্ষণ দেখা যায়নি। তার পরেও পূর্ব প্রস্তুতি হিসেবে ভাইরাস মোকাবেলায় হাসপাতালের দ্বিতীয় তলায় একটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে।