কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে ১ জনের মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের কয়লার ডিপুর পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারী সৌরভ মল্লিক(৩০) ঐ এলাকার দয়াল মল্লিকের ছেলে। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এই ঘটনা ঘটে বলে জানান ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক মন্ত্রী।
তিনি জানান, মৃত্যুবরনকারী সৌরভ মল্লিক চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু কলোনির বাসিন্দা। আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় তিনি কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়, পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে ঐ ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবার এবং এলাকাবাসীরা কিন্ত হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু হয়। তিনি আরোও জানান, মৃত্যুবরনকারী ব্যাক্তি মৃগী রোগী ছিলেন।